• "মনের যত্ন নিন, সুস্থ থাকুন "
  • "মানসিক স্বাস্থ্য বিনা স্বাস্থ্য নেই"
  • "সবার জন্য মানসিক স্বাস্থ্য হোক বৈশ্বিক অগ্রাধিকার।"
  • "মনের যত্ন নিন, সুস্থ থাকুন "
  • "মানসিক স্বাস্থ্য বিনা স্বাস্থ্য নেই"
  • "সবার জন্য মানসিক স্বাস্থ্য হোক বৈশ্বিক অগ্রাধিকার।"
  • "মনের যত্ন নিন, সুস্থ থাকুন "
  • "মানসিক স্বাস্থ্য বিনা স্বাস্থ্য নেই"
  • "সবার জন্য মানসিক স্বাস্থ্য হোক বৈশ্বিক অগ্রাধিকার।"
cropped-logo-for-site-icon.png

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি বিশেষায়িত সরকারী হাসপাতাল। মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের পাশাপাশি প্রতিষ্ঠানটি মানসিক স্বাস্থ্য নীতিমালা নির্ধারণ, গবেষণা এবং চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের উচ্চতর প্রশিক্ষণ প্রদানের কাজে নিয়োজিত।

প্রতিষ্ঠানটি ২০০১ সালে বর্তমান স্থান ঢাকা মহানগরীর শেরে-ই-বাংলা নগরে যাত্রা শুরু করে। এর আগে প্রতিষ্ঠানটি ১৯৮১ সালে ইনস্টিটিউট অভ মেন্টাল হেলথ অ্যান্ড রিসার্চ নামে প্রতিষ্ঠা করা হয়েছিল, পরে নাম এবং স্থান পরিবর্তন করে বর্তমান স্থানে স্থানান্তারিত করা হয়।

বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় তিন শতাধিক ডাক্তার এবং সহায়ক স্বাস্থ্য সেবাকর্মী নিয়োজিত আছেন। আট তলা এই ভবনটিতে একসাথে ৪০০ শতাধিক ভর্তি রোগীর সেবা প্রদানের ব্যবস্থা রয়েছে। এছাড়া প্রতিদিন বহির্বিভাগ থেকে ২৫০-৩০০ ব্যক্তি স্বাস্থ্য সেবা নিয়ে থাকেন। কিছু বিশেষায়িত ক্লিনিকের মাধ্যমেও সেবা দেয়া হয়ে থাকে – এর আওতায় যারা শিশু-কিশোর, বৃদ্ধ রয়েছেন তাদের সেবা দেয়া হয়। এছাড়া বিষণ্ণতা, ওসিডি বা শুচিবায় রোগ, যৌন সমস্যা ও মাদকাসক্তির চিকিৎসার জন্য বিশেষায়িত ক্লিনিক রয়েছে। চিকিৎসকদের পাশাপাশি এই প্রতিষ্ঠানটিতে সাইকোলজিস্টরা কর্মরত রয়েছে যারা রোগীদের কাউন্সেলিং এবং সাইকোথেরাপি সেবা দিয়ে থাকেন।

আমাদের লক্ষ্য

 

ডা. মো. মাহবুবুর রহমান, পরিচালক

 

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা, বাংলাদেশ-এর ওয়েবসাইটে আপনাকে স্বাগত।

সেবা প্রদান, প্রশিক্ষণ ও জনশক্তি উন্নয়ন, গবেষণা এবং নীতি উন্নয়নের মাধ্যমে জনগণের সঠিক মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্দেশেই পৃথক সরকারি মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট

আমাদের সেবাসমূহ

অন্যান্য

মানসিক রোগ

বই পর্যালোচনা

সংবাদ

যোগাযোগ

ঠিকানাঃ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭।

ফোনঃ +৮৮০২-২২৩৩৭৪৪০৯, +৮৮০২-২২৩৩৭৪৪১০

ইমেইলঃ nimhr@hospi.dghs.gov.bd
ওয়েবসাইটঃ www.nimh.gov.bd