• "মনের যত্ন নিন, সুস্থ থাকুন "
  • "মানসিক স্বাস্থ্য বিনা স্বাস্থ্য নেই"
  • "সবার জন্য মানসিক স্বাস্থ্য হোক বৈশ্বিক অগ্রাধিকার।"
  • "মনের যত্ন নিন, সুস্থ থাকুন "
  • "মানসিক স্বাস্থ্য বিনা স্বাস্থ্য নেই"
  • "সবার জন্য মানসিক স্বাস্থ্য হোক বৈশ্বিক অগ্রাধিকার।"
  • "মনের যত্ন নিন, সুস্থ থাকুন "
  • "মানসিক স্বাস্থ্য বিনা স্বাস্থ্য নেই"
  • "সবার জন্য মানসিক স্বাস্থ্য হোক বৈশ্বিক অগ্রাধিকার।"
cropped-logo-for-site-icon.png

স্নাতকোত্তর শিক্ষার সুযোগসমুহ

এম.ডি (সাইকিয়াট্রি) রেসিডেন্সি কোর্স

এম.ডি (চাইল্ড এন্ড এডলোসেন্ট সাইকিয়াট্রি) রেসিডেন্সি কোর্স

এফ সি পি এস কোর্স (সাইকিয়াট্রি)

এফ সি পি এস কোর্স (চাইল্ড এন্ড এডলোসেন্ট সাইকিয়াট্রি)

বর্তমানে এন আই এম আইচে চারটি কোর্সে স্নাতকোত্তর শিক্ষার সুযোগ রয়েছে –

 

১. এম.ডি (সাইকিয়াট্রি) রেসিডেন্সি কোর্স

আসন সংখ্যা ৬ টি; ৩ জন সরকারী প্রার্থী্র জন্য এবং ৩ জন বেসরকারী প্রার্থীর জন্য

সেশনঃ প্রতিবছর মার্চ মাস থেকে

ভর্তি পরীক্ষাঃ বি এস এম এম ইউ দ্বারা পরিচালিত

ভর্তি পরীক্ষার তারিখঃ প্রতিবছর নভেম্বর মাসে

ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার যোগত্যাঃ ইন্টারনশীপ শেষ করার এক বছর পর থেকে

সরকারী ডাক্তারদের জন্য ডেপুটেশনের নিয়ম প্রযোজ্য

২. এম.ডি (চাইল্ড এন্ড এডলোসেন্ট সাইকিয়াট্রি) রেসিডেন্সি কোর্স

আসন সংখ্যা ৪ টি; ২ জন সরকারী প্রার্থী্র জন্য এবং ২ জন বেসরকারী প্রার্থীর জন্য

সেশনঃ প্রতিবছর মার্চ মাস থেকে

ভর্তি পরীক্ষাঃ বি এস এম এম ইউ দ্বারা পরিচালিত

ভর্তি পরীক্ষার তারিখঃ প্রতিবছর নভেম্বর মাসে

ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার যোগত্যাঃ ইন্টারনশীপ শেষ করার এক বছর পর থেকে

সরকারী ডাক্তারদের জন্য ডেপুটেশনের নিয়ম প্রযোজ্য।

৩. এফ সি পি এস কোর্স (সাইকিয়াট্রি)

প্রতি বছর জানুয়ারি ও জুলাইতে আবেদনের ভিত্তিতে অনারারি মেডিকেল অফিসার/ এফ সি পি এস (সাইকিয়াট্রি) পার্ট ২ প্রশিক্ষনার্থী যোগদান করে

প্রশিক্ষনের আবেদনের যোগ্যতাঃ ইন্টার্নশীপ শেষ করার পর থেকে।

সরকারী ডাক্তারদের জন্য ডেপুটেশনের নিয়ম প্রযোজ্য।

৪. এফ সি পি এস কোর্স (চাইল্ড এন্ড এডলোসেন্ট সাইকিয়াট্রি)

প্রতি বছর জানুয়ারি ও জুলাইতে আবেদনের ভিত্তিতে অনারারি মেডিকেল অফিসার/ এফ সি পি এস (চাইল্ড এন্ড এডলোসেন্ট সাইকিয়াট্রি) পার্ট ২ প্রশিক্ষনার্থী যোগদান করে।

প্রশিক্ষনের আবেদনের যোগ্যতাঃ বিসিপিএস – নির্ধারিত নিয়ম অনুযায়ী

সরকারী ডাক্তারদের জন্য ডেপুটেশনের নিয়ম প্রযোজ্য।