অন্তঃবিভাগ
বিশেষায়িত অত্র প্রতিষ্ঠানে মোট ২০০ শয্যার অন্তঃবিভাগ সেবা চালু আছে।উক্ত ২০০ শয্যার মধ্যে ৭০% ননপেয়িং এবং ৩০% পেয়িং।মোট ১২০টি শয্যা পুরুষ রোগীদের জন্য এবং ৮০টি শয্যা নারী রোগীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ।
- যেকোন কর্মদিবসে সকাল ৮.০০ ঘটিকা হইতে দুপুর ২.০০ ঘটিকার মধ্যে বহিঃবিভাগের মাধ্যমে অন্তঃবিভাগে রোগী ভর্তি করা হয়।
- নন পেয়িং শয্যায় রোগী ভর্তি ফি মাত্র ১৫/- (পনের) টাকা।
- পেয়িং শয্যায় প্রতিদিন ২৭৫/- (দুইশতপঁচাত্তর) টাকা সরকারী ফি জমা দিতে হয়।
অন্তঃবিভাগে যেসব ইউনিটে রোগী ভর্তি করা হয়ঃ
- এডাল্ট সাইকিয়াট্রি ইউনিট
- চাইল্ড,এডলোসেন্ট এন্ড ফ্যামিলি সাইকিয়াট্রি ইউনিট
- জেরিয়াট্রিক এন্ড অর্গানিক সাইকিয়াট্রি ইউনিট
- কমিউনিটি এন্ড সোসাল সাইকিয়াট্রি ইউনিট
- ফরেনসিক সাইকিয়াট্রি ইউনিট
- সাইকোথেরাপি, ক্লিনিক্যাল সাইকোলজি এন্ড সাইকিয়াট্রিক সোসাল ওয়ার্ক ইউনিট
- এডিকশন সাইকিয়াট্রি ইউনিট