News & Events
বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস পালিত
বিশ্বব্যাপী প্রতি বছর ২৪ মে সিজোফ্রেনিয়া দিবস হিসেবে পালন করা হয়। এই দিবস পালনের মূল লক্ষ্য হচ্ছে এই রোগ সম্পর্কে মানুষকে সচেতন করে তোলা এবং এ নিয়ে প্রচলিত ভুল ধারণা ও কুসংস্কার দূর করা। দিবসটির এবারের প্রতিপাদ্য – “সামাজিক সহানুভূতির শক্তিকে উজ্জীবিত করি।”
দিবস উদযাপন উপলক্ষে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে সায়েন্টিফিক সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন সাইকিয়াট্রি রেসিডেন্ট (এমডি) ডা. তানজিরা বিনতে আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইকিয়াট্রি প্রশিক্ষণার্থী (এফসিপিএস) ডা. অন্তরা চৌধুরী।
সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, সিজোফ্রেনিয়া এমন একটি মানসিক রোগ যা সঠিক ও বিজ্ঞান সম্মত চিকিৎসায় নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এজন্য সমাজের সকলের সচেতনতা ও রোগীদের প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি প্রয়োজন।
সেমিনারে চেয়ারপারসনের আসন অলংকৃত করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. অভ্র দাশ ভৌমিক। আরো বক্তব্য রাখেন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপকবৃন্দ – ডা. ফারজানা রহমান, ডা. আহসান উদ্দিন আহমেদ, ডা. জিনাত ডি লায়লা, ডা. শাহানা পারভীন এবং ডা. মুনতাসীর মারুফ।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ‘সন্তান প্রতিপালন’ বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত
১৯ ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখ সোমবার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ‘সন্তান প্রতিপালন’ বিষয়ক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. মোঃ জহির উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. অভ্র দাশ ভৌমিক। তিনি মানসিক রোগীদের চিকিৎসা ও সার্বিক কল্যাণে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের নিরলস প্রচেষ্টা তুলে ধরেন ও এ ধরণের উদ্যোগ ভবিষ্যতেও চালিয়ে যাবার অঙ্গীকার করেন। তিনি প্রতি সোমবার সকাল ১১টায় এনআইএমএইচ—এ অভিভাবকদের জন্য সন্তান প্রতিপালন বিষয়ক গ্রুপ অনুষ্ঠিত হয় বলে জানিয়ে এতে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন। বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা পদ্ধতির উপর একটি সচেতনতামূলক বুকলেট এনআইএমএইচ—এর উদ্যোগে ছাপিয়ে তা অভিভাবকদের জন্য বিনামূল্যে বিতরণ করা হচ্ছে বলেও তিনি জানান। ওয়ার্কশপে মানসিক রোগীদের অভিভাবকেরা তাদের সন্তানদের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। সাইকিয়াট্রিস্ট ও সাইকোলজিস্টগণ তাদের প্রশ্নের উত্তর দেন। ওয়ার্কশপটিতে মানসিক রোগী ও তাদের অভিভাবক, সাইকিয়াট্রিস্ট, মনোবিজ্ঞানী, নার্স, অকুপেশনাল থেরাপিস্ট, সোস্যাল ওয়ার্কার সহ মোট ২৩৫ জন উপস্থিত ছিলেন। ওয়ার্কশপে বৈজ্ঞানিক সহযোগী ছিল বেি´মকো ফার্মা এবং এটির মিডিয়া কভারেজ দিয়েছে আরটিভি।
নির্যাতন প্রতিরোধ বিষয়ে ‘স্টাডি সার্কেল’
গত ২০ এবং ২৭ জানুয়ারী ২০২৪ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে (এনআইএমএইচ) ‘ইনভাইটেশন টু রেসপন্সিবিলিটি’ নামের একটি বইয়ের উপর দুই দিন ব্যাপী স্টাডি সার্কেল অনুষ্ঠিত হয়। এই সার্কেলে বক্তব্য উপস্থাপন করেন ড. মোঃ জহির উদ্দিন (এসিসটেন্ট প্রফেসর অব ক্লিনিক্যাল সাইকোলজি, এনআইএমএইচ)। প্রথম দিনে পারিবারিক নির্যাতনের উপর এবং দ্বিতীয় দিনে শিশু যৌন নির্যাতনের উপর আলোচনা হয়। বইটিতে যারা এই ধরণের নির্যাতন করেন সেই নির্যাতনকারী পুরুষদের মনোবৈজ্ঞানিক সেবা দেয়ার মাধ্যমে তাদেরকে এই ভয়াবহ কাজগুলো থেকে বিরত রাখার উপায় সম্পর্কে আলোচনা করা হয়েছে। আলোচনায় অংশ নিয়ে ডা. শাহানা পারভীন (সহযোগী অধ্যাপক, এনআইএমএইচ) নির্যাতনকারীদের মনস্তত্ত¡ মূল্যায়ন ও সে অনুযায়ী চিকিৎসা ব্যবস্থাপনার আওতায় এনে নির্যাতন শূণ্যের কোঠায় নামিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. অভ্র দাশ ভৌমিক এই ধরণের স্টাডি সার্কেল নির্যাতনকারীদের মনস্তত্ত¡ মূল্যায়ন ও চিকিৎসায় পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে বলেন যে, এনআইএমএইচ দেশের মানুষের মানসিক স্বাস্থ্য উন্নয়নের যে কোন কাজের সাথে সক্রিয় অংশীদার থাকবে। স্টাডি সার্কেলটিতে সাইকিয়াট্রিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, কাউন্সেলিং সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার এবং অকুপেশনাল থেরাপিস্টসহ মোট ৩৫ জন উপস্থিত ছিলেন।
ভালো থাকুন এবং আগ্ৰাসনের মনস্তত্ত্ব বিষয়ক কর্মশালা
গত ০৯ ডিসেম্বর, ২০২৩, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে (এনআইএমএইচ) ভালো থাকুন এবং আগ্ৰাসনের মনস্তত্ত্ব বিষয়ক দুটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ডা. শাহানা পারভীন (সহযোগী অধ্যাপক, এনআইএমএইচ)। কর্মশালায় ভালো থাকুন বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন ডা. মুনতাসীর মারুফ (সহযোগী অধ্যাপক, এনআইএমএইচ)।পরিবারে ভালো সম্পর্ক বজায় রাখার উপায় বিষয়ে হোসনে আরা বেগম (ক্লিনিকাল সাইকোলজিস্ট) এবং আগ্ৰাসনের মনস্তত্ত্ব বিষয়ে ড. মোঃ জহির উদ্দিন (সহকারী অধ্যাপক, এনআইএমএইচ) বক্তব্য উপস্থাপন করেন। দৈনন্দিন জীবন-মান উন্নয়নে অকুপেশনাল থেরাপির ভূমিকা বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন ফারহানা হক (ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপিস্ট)। এ বিষয়ে কিছু ব্যায়াম হাতে-কলমে করে দেখান মো: সাদমান সাদিক। প্রগ্রেসিভ মাস্কুলার রিলাক্সেশন ব্যায়াম বিষয়ে প্রশিক্ষণ দেন মিহির সরকার (ট্রেইনি ক্লিনিকাল সাইকোলজিস্ট)। উক্ত অনুষ্ঠানে ২৮৪ জন (৭১ জন রোগী , ১৪৭ জন অভিভাবক এবং ৬৬ জন ডাক্তার, সাইকোলজিস্ট এবং অন্যান্য পেশাজীবী) উপস্থিত ছিলেন। ডা. সাদিয়া আফরিন (সহকারী অধ্যাপক, এনআইএমএইচ) এর বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
"সন্তান প্রতিপালন" ও "মানসিক চাপ মোকাবিলা" বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত
“বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ উপলক্ষ্যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে গত ১৪ অক্টোবর ২০২৩ “সন্তান প্রতিপালন” ও “মানসিক চাপ মোকাবিলা” শীর্ষক দুটি ওয়ার্কশপ আয়োজন করা হয়। কর্মশালায় ইতিবাচক সন্তান প্রতিপালন” বিষয়ে উপস্থাপনা করেন ডা. আফরোজা আক্তার (রেজিস্ট্রার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট) এবং ড. মোঃ জহির উদ্দিন (সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট) ৷ “মানসিক চাপ মোকাবিলা’ বিষয়ে উপস্থাপনা করেন ডা. মোস্তাকিম ফারুকী (সাইকিয়াট্রি ফেইজ বি রেসিডেন্ট) ৷ “সন্তান প্রতিপালন ও মানসিক চাপ মোকাবিলায় অকুপেশনাল থেরাপিস্টদের ভূমিকা’ বিষয়ে উপস্থাপনা করেন শাহিনুর রহমান (ইন্টার্ন অকুূপেশনাল থেরাপিস্ট)। “রিল্যাক্সেশন বা শিথিলায়ন’ বিষয়ে উপস্থাপনা করেন মোঃ জামাল হোসেন (সাইকিয়াট্রিক সোস্যাল ওয়ার্কার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট) ৷ “মাইন্ডফুলনেস মেডিটেশন’ বিষয়ে উপস্থাপনা করেন অর্পণা কর্মকার (ট্রেইনী ক্লিনিক্যাল সাইকোলজিস্ট) ৷ কর্মশালায় ‘প্রশ্রেসিভ মাসকুলার রিল্যাক্সেশন’, ‘রিল্যাক্সেশন উইথ ইমেজারি’ এবং ‘্রাউন্ডিং (এক ধরণের মাইন্ডফুলনেস মেডিটেশন)” বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেয়া হয়। বেশ কয়েকটি রোলপ্লে কর্মশালাটিকে প্রাণবন্ত করে তোলে ৷ রোলপ্লে করেন ট্রেইনী ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা। উক্ত কর্মশালায় ২৮০ জন রোগী, অভিভাবক ও পেশাজীবী উপস্থিত ছিলেন । কর্মশালার বিভিন্ন পর্যায়ে অভিভাবকেরা প্রশ্ন করেন৷ তারা এই ধরণের রোলপ্লের জন্য এনআইএমএইচ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এ ধরণের আরো কর্মসূচী নেয়ার জন্য অনুরোধ করেন । অনুষ্ঠানটি শেষ হয় পরিচালক ও অধ্যাপক ডা. অভ্র দাশ ভৌমিকের সমাপনী বক্তব্যের মাধ্যমে । তিনি দেশের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের কর্মকান্ড তুলে ধরেন ও এই উদ্যোগ আরো বেগবান করার অঙ্গীকার করেন । সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের শিক্ষক ডা. মুনতাসীর মারুফ, ডা. শাহানা পারভীন, ডা. শাকিলা আহমেদ প্রমূখ।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট দিবস
গত ১৮ এপ্রিল ২০২৩ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট দিবস বা এন.আই.এম.এইচ ডে পালিত হয়েছে। প্রতি বছরের মতো এবার ও ইনস্টিটিউট— এর সকল ডাক্তার, নার্স এবং কর্মকর্তা—কর্মচারী বৃন্দ অত্যন্ত আড়ম্বরের সাথে দিন টিকে উদযাপন করেছেন। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যা লী ,কেককাটা, এবং আলোচনা সভার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের বর্তমান এবং সাবেক পরিচালকবৃন্দ , অন্যান্য প্রতিষ্ঠানের মানসিক রোগবিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় সকলে অত্রইনস্টিটিউটে তাদের কর্মকালীন সময়ের স্মৃতিরোমন্থন করেন , প্রতিষ্ঠানের বর্তমান কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতে অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করেন।ইনস্টিটিউটের বর্তমান পরিচালক অধ্যাপক ডাঃবিধান রঞ্জন রায় পোদ্দার তার বক্তব্যে বলেন, সকলে তাদের নির্ধারিত কর্তব্য যথাযথভাবে পালন করলে মানসিক স্বাস্থ্যসেবা ও গবেষণায় এই ইনস্টিটিউট কে ‘সেন্টারঅবএক্সেলেন্স’ হিসেবেগড়েতোলাসম্ভব।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে নতুন জরুরী বিভাগ
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরে-বাংলা নগর ঢাকা-তে সম্প্রসারিত ও আধুনিকায়িত জরুরী বিভাগ সেবা চালু হয়েছে। এর মাধ্যমে রোগীরা দিন-রাতে যে কোনো সময় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে জরুরী মানসিক স্বাস্থ্য সেবা গ্রহন ও প্রয়োজনে হাসপাতালে ভর্তি হতে পারবেন। হাসপাতালের নিচ তলায় এ বিভাগটি অবস্থিত। এখানে ২৪ ঘণ্টা চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য সেবা কর্মীরা সেবা প্রদান করছেন।
গত ২৪ মার্চ ২০২৩, শনিবার জরুরী বিভাগ-এর কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার এবং হাসপাতালের ফ্যাকাল্টি ও কর্মকর্তাবৃন্দ। মহাপরিচালক বলেন, অন্যান্য স্বাস্থ্য সেবার সাথে সাথে মানসিক স্বাস্থ্য সেবাকে আরও গুরুত্ব দিতে হবে। আমরা চাই, দেশের মানুষ সঠিক মানসিক স্বাস্থ্য সেবা পাক।
চালু হলো ‘এডিকশন সাইকিয়াট্রি ওয়ার্ড’
সম্প্রতি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল – এ “এডিকশন সাইকিয়াট্রি ওয়ার্ড” চালু হয়েছে। ইনস্টিটিউটের ফ্যাকাল্টিবৃন্দ, চিকিৎসক, নার্স ও হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে ওয়ার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
আমাদের দেশে মাদকাসক্তির যে মহামারী চলছে তা সচেতন মানুষ মাত্রই অবগত। কিন্তু মাদকাসক্তির বৈজ্ঞানিক চিকিৎসার ক্ষেত্র এ দেশে খুবই সীমিত। অধিকাংশ ক্ষেত্রেই মাদকাসক্তির চিকিৎসার নামে অপেশাদার ব্যক্তিদের দ্বারা অবৈজ্ঞানিক চিকিৎসা চলে আসছে। মানসম্পন্ন রিহ্যাবিলিটেশন সেন্টার গুলোর চিকিৎসার ব্যয়ভার বহন করা অধিকাংশ মানুষের সাধ্যের অতীত। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের এই নতুন ওয়ার্ড উদ্বোধনের ফলে দেশের জনগণ বিশেষ করে স্বল্প আয়ের জনগণের বৈজ্ঞানিক চিকিৎসা লাভের ক্ষেত্র আরো প্রসারিত হলো।
শয্যা খালি থাকা সাপেক্ষে প্রতিদিন এই ওয়ার্ডে রোগী ভর্তি করা হচ্ছে। আপাতত এই ওয়ার্ডে পুরুষদের জন্য ১৫ টি শয্যা আছে। এর মধ্যে ১০ টি বিনা ভাড়ার শয্যা। পরবর্তীতে এই ওয়ার্ডের শয্যা সংখ্যা বাড়ানো এবং “এডিকশন সাইকিয়াট্রি” বিভাগের অধীনে মহিলা রোগীদের জন্য আলাদা ওয়ার্ড চালুর পরিকল্পনা রয়েছে।
এছাড়া ‘এডিকশন সাইকিয়াট্রি’ বিভাগের উদ্যোগে সপ্তাহে দুই দিন – রবিবার ও বুধবার – সাধারণ অফিস সময়ে ‘মাদকাসক্তি ক্লিনিক’ চালু করা হয়েছে যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ মাদকাসক্ত রোগীদের বহির্বিভাগ-ভিত্তিক সেবা দিয়ে থাকেন।
বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
গত ১ এপ্রিল ২০২৩ তারিখে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ উপলক্ষে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা এবং Bangladesh Association for Child and Adolescent Mental Health (BACAMH – ব্যাকহাম) এর উদ্যোগে এক আলোচনা সভা প্রতিষ্ঠানটির কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। অধ্যাপক ডাঃ গোলাম রব্বানী, চেয়ারপারসন, নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাষ্টি বোর্ড, এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি অটিস্টিক শিশুদের চিকিৎসায় নেয়া সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এর আগে শিশু-কিশোর মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ সাদিয়া আফরিন কি নোট স্পিকার হিসেবে বাংলাদেশে অটিজম চিকিৎসার বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন। এছাড়া প্রাক্তন পরিচালক ডাঃ মোঃ ফারুক আলম, অটিস্টিক শিশুদের জন্য সেবা সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। আলোচনা সভাটিতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান পরিচালক অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।
বর্ডারলাইন পার্সোনালিটি ডিজঅর্ডার এর রোগীদের অভিভাবকদের জন্য কর্মশালা অনুষ্ঠিত
গত ১৮ই মার্চ, ২০২৩ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে বর্ডারলাইন পার্সোনালিটি ডিজঅর্ডার এর রোগীদের অভিভাবকদের জন্য একটি কর্মশালার আয়োজন করা হয়। সকাল ১০:৩০ টায় অনুষ্ঠানটি শুরু হয় সাইকোথেরাপি, ক্লিনিক্যাল সাইকোলজি, অ্যান্ড সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক ইউনিটের সহকারী অধ্যাপক ড. মো জহির উদ্দিন এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে। অনুষ্ঠানটিতে মোট ৩৩ জন অভিভাবক এবং ৫৮ জন ট্রেইনি সাইকোলজিস্ট, ডাক্তার এবং নার্সিং স্টুডেন্ট অংশগ্রহণ করেন।
কর্মশালাটিতে ডা. আফসানা বিনতে আনোয়ার বর্ডারলাইন পার্সোনালিটি ডিজঅর্ডার এর রোগীদের আত্নহত্যার ব্যবস্থাপনার উপর “বাঁচতে হলে জানতে হবে” শীর্ষক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। প্রেজেন্টেশনটির মূল বক্তব্যে ছিলো আত্নহত্যা কী, আত্নহত্যাপ্রবণ ব্যক্তিকে কীভাবে শনাক্ত করবো, এবং আত্নহত্যার ব্যবস্থাপনা এবং বিভিন্ন সরকারী অ্যাম্বুলেন্স সার্ভিস এবং কিছু ফ্রী হটলাইন এবং হেল্পলাইন সার্ভিস সম্পর্কে তথ্য। এছাড়া ড. মো জহির উদ্দিন বর্ডারলাইন পার্সোনালিটি ডিজঅর্ডার এর রোগীদের অভিভাবকদের মানসিক চাপ নিয়ন্ত্রণের উপর একটি ওয়ার্কশপ পরিচালনা করেন। ওয়ার্কশপটিতে চাপ কী এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে আমরা কি করতে পারি সে বিষয়ে আলোচনা করা হয়। ওয়ার্কশপে অভিভাবকদের Progressive Muscular Relaxation (PMR) এবং Mindfulness Meditation এর প্রশিক্ষণ দেয়া হয়।
ওয়ার্কশপ এবং আলোচনা পর্ব শেষে সমাপনী অনুষ্ঠানে অভিভাবকেরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অনুষ্ঠানটি শেষ হয় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ডিরেক্টর অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে। তিনি পার্সোনালিটি ডিজঅর্ডার এর রোগীদের সমস্যার তীব্রতার কথা উল্লেখ করে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর পক্ষ থেকে অভিভাবকদের জন্য আয়োজিত এই কর্মশালার প্রয়োজনীয়তার কথা তুলে ধরার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করেন।
কম বুদ্ধিসম্পন্ন শিশু/পূর্ণবয়সীদের ব্যবস্থাপনা কর্মশালা
গত ২৫ শে ফেব্রুয়ারী ২০২৩, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সেমিনার কক্ষে “কম বুদ্ধিসম্পন্ন শিশু/পূর্ণবয়সীদের ব্যবস্থাপনা” এর উপর কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি মডারেট করেন ড. মো জহির উদ্দিন, সহকারী অধ্যাপক, সাইকোথেরাপি বিভাগ। অনুষ্ঠানটিতে মোট ১০৬ জন কম বুদ্ধিসম্পন্ন শিশুর অভিভাবক উপস্থিত ছিলেন ও ৬৯ জন পেশাজীবী উপস্থিত ছিলেন যার মধ্যে ছিলেন ট্রেইনি সাইকোলজিস্ট, ডক্টর, নার্স, অকুপেশনাল থেরাপিস্ট এবং সাইকায়াট্রিক সোশ্যাল ওয়ার্কার। কর্মশালাটিতে মোট ৬ টি প্রবন্ধ উপস্হাপিত হয় যার মধ্যে ছিল বুদ্ধিপ্রতিবন্ধিতার ডায়গনস্টিক ক্রাইটেরিয়া, বুদ্ধি নিয়ে যত কথা, উপযোজনমূলক আচরণের দক্ষতামূলক প্রশিক্ষণ, সন্তান প্রতিপালন, বুদ্ধি প্রতিবন্ধিতার সেবায় অকুপেশনাল থেরাপী, বুদ্ধিপ্রতিবন্ধীদের পুনর্বাসন। প্রেজেন্টেশন এবং আলোচনা পর্ব শেষে সমাপনী অনুষ্ঠানে অভিভাবকেরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অনুষ্ঠানটি শেষ হয় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ডিরেক্টর অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে। তিনি কম বুদ্ধি সম্পন্ন শিশুদের ব্যবস্হাপনার উপর একটি পুস্তিকা প্রণয়ন করার আশাবাদ ব্যক্ত করে কর্মশালার সমাপ্তি টানেন।
ডিমেনশিয়া সেমিনার
গত ১৪ জানুয়ারি, ২০২৩ , সকাল ১০টায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সেমিনার কক্ষে স্নাতকোত্তর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিদেশী শিক্ষকদের লেকচারের আয়োজন করা হয়। এতে ডিমেনশিয়া রোগের আধুনিক ব্যবস্থাপনা নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রথমে লেকচার প্রদান করেন অধ্যাপক ডা. ইরাসেমা লেরোই, জেরিয়াট্রিক সাইকিয়াট্রি বিভাগ, ট্রিনিটি কলেজ, ডাবলিন, আয়ারল্যান্ড। এরপর, ডিমেনশিয়া রোগের নন-ফার্মাকোলজিক্যাল ব্যবস্থাপনা নিয়ে লেকচার প্রদান করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত অ্যানথ্রপোলজিস্ট, লেখক ও কার্টুনিস্ট ডা. ডানা ওয়লরাথ।
উক্ত আয়োজনে স্নাতকোত্তর শিক্ষার্থীরা ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. বিধান রন্জন রায় পোদ্দার সহ অন্যান্য শিক্ষকমন্ডলী।
Workshop on psychological wellbeing
A workshop titled “Psychological Wellbeing” was held on the 17th December 2022 at the National Institute of Mental Health and Hospital. This workshop was facilitated by Dr. Md. Zahir Uddin, assistant professor of clinical psychology at the department of Psychotherapy, Clinical Psychology and Clinical Social Work at the National Institute of Mental Health and Hospital. The director of the National Institute of Mental Health and Hospital, Dr. Bidhan Ranjan Roy Podder was the chair of this workshop. Attendees of this workshop were the faculties of this institute, trainee doctors, trainee clinical psychologists, occupational therapists, nurses, patients and their caregivers. Ways of ensuring mental health wellbeing were discussed in this workshop. The key points discussed were “Self acceptance”, “Personal growth”, “Purpose in life”, “Environmental mastery”, “Autonomy” and “Positive relations with others”. Lecture was provided by Dr. Md. Zahir Uddin. Afterwards, the floor was open for discussion where patients and their caregivers participated. Queries arised in this discussion were adressed by Dr. Mekhala Sarkar, Dr. Helal Uddin Ahmed, Dr. Niaz Mohammad Khan, Dr. Avro Das Bhowmik, Dr. Md. Muntasir Maruf, Dr. Zinat De Laila and Dr. Saifunnahar Sumi. The workshop came to an end with the speech delivered by the director cum professor of the National Institute of Mental Health and Hospital, Dr. Bidhan Ranjan Roy Podder. In total, 250 participants attended this workshop including trainee doctors, trainee clinical psychologists, occupational therapists, nurses, patients and their caregivers.
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর নবনির্মিত আটতলা ভবন উদ্বোধন ও সেবা সম্প্রসারণ
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে গত ৬ নভেম্বর এর আটতলা বর্ধিত ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার এবং সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম। এই বর্ধিত ভবনের মাধ্যমে ইনস্টিটিউটটিকে ৪০০ শয্যার হাসপাতালে উন্নীত করা হল।অনুষ্ঠানটিতে আয়োজক কমিটির প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাঃবিধানরঞ্জন রায় পোদ্দার। এর আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০১ সালে এই প্রতিষ্ঠানটির কার্যক্রম উদ্বোধন করেন। মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই বিশেষায়িত সরকারী হাসপাতালটি মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের পাশাপাশি মানসিক স্বাস্থ্য নীতিমালা নির্ধারণ, গবেষণা এবং চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের উচ্চতর প্রশিক্ষণ প্রদানের কাজে নিয়োজিত। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় তিনশতাধিক ডাক্তার এবং সহায়ক স্বাস্থ্য সেবাকর্মী নিয়োজিত আছেন।আটতলা এই ভবনটিতে একসাথে চারশতাধিক ভর্তি রোগীর সেবা প্রদানের ব্যবস্থা রয়েছে।এছাড়া প্রতিদিন বহির্বিভাগ থেকে ২৫০-৩০০ ব্যক্তি সরকার নির্ধারিত মূল্যে স্বল্পখরচে স্বাস্থ্য সেবা নিয়ে থাকেন।
স্পেশাল ইনিশিয়েটিভ ফর মেন্টাল হেলথ এর সচিবালয় উদ্বোধন
গত ৬ নভেম্বর এক আনন্দঘন পরিবেশে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে স্পেশাল ইনিশিয়েটিভ ফর মেন্টাল হেলথ এর সচিবালয়ের উদ্বোধন ঘোষণা করা হয়। মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এই নবনির্মিত সচিবালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় ইনস্টিটিউটের সভাকক্ষে ‘কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে পর্যালোচনা’শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার এবং সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম। সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন ও জাতিসংঘ মহাসচিবের মানসিক স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সায়মা ওয়াজেদ পুতুল এসময় অনলাইনে যুক্ত থেকে এই অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে জাতীয় মানসিক স্বাস্থ্য কৌশলপত্রের আলোকে ভবিষ্যৎ করণীয় ও কর্মকৌশল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সায়মা ওয়াজেদ পুতুল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে বাংলাদেশসহ বিশ্বের ১৩ টি দেশের ১০ কোটি মানুষকে মানসিক স্বাস্থ্য সেবার আওতায় নিয়ে আশার জন্য স্পেশাল ইনিশিয়েটিভ ফর মেন্টাল হেলথ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এই কার্যক্রমের আওতায় ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে বাংলাদেশের চারটি জেলায় – সিলেট, যশোর, চাঁপাইনবাবগঞ্জ ও বান্দরবনে মাঠপর্যায়ে বিশেষ মানসিক স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু করে হয়েছে।
Spardha performs ‘Bissoykor Sobkichu’ in NIMH
NIMH and World Health Organization (WHO), Bangladesh in collaboration with independent theatre group ‘Spardha’ organized a theatre performance on 19 October at the conference room of NIMH.Eminent Bangladeshi theatre director Prof. Syed Jamil Ahmed conceptualized and directed the performance. The performance was named ‘Bissoykor Sobkichu’ – an adaptation of the play “Every brilliant thing”by Duncan Macmillan. The story revolved around a six years old girl whose mother was admitted in hospital with attempted suicide. She found it hard to be happy. So, the girl started to make a list of everything that’s “brilliant” about the world. Everything that’s worth living for. As she grows, the list would take on a life of its own.The brilliant stage actor Mohsena Akhter, nailed the journey of the girl in front of a full audience.
Workshop on parenting held at NIMH
Parenting workshops are not just for young or inexperienced parents; they’re for everyone who wants to be a better parent. Keeping this in mind the Psychotherapy Department of NIMH arranged a 3-day-long parenting workshop at the institute. The workshop was built on the principles of active learning. The workshop was designed to optimize learning, increase abilities, and decrease feelings of isolation among parents.
Clinical psychologist, Dr. Zahir Uddin was the architect of the workshop. Several theoretical presentations along with hands-on training and role playing for parents were demonstratedin the workshop. In the ending ceremony NIMH Director, Prof. Dr. Bidhan Ranjan Roy Podder highlighted the importance of staying up-to-date on the newest and most effective parenting techniques.It needs to note that, every week, NIMH arranges group parenting training at the Psychotherapy Department.
NIMH observes World Mental Health Day
10 October was the World Mental Health Day. This year’s theme is titled “Make Mental Health and Well-being for all a global priority. The World Mental Health Day comes with a great opportunity for all to reconnect and mobilize our efforts in support of better mental health for all. Therefore, under the initiative of NIMH, the day was observed in the institute with the participation of mental health professionals, BAP members and office-staff.
On the occasion, a rally was organized followed by an interactive discussion sessionheld at the institute auditorium. In the discussion, NIMH Director Prof. Dr. Bidhan Ranjan Roy Podder emphasized the need to break the silence around these issues of mental health. Other speakers emphasized on the need to break the silence and stigma of mental health, the bio-psycho-social aspect of mental wellbeing, the importance of taking care of oneself, cruciality of having a social circle and need for government initiatives to improve the mental health care of the country.
NIMH Day Remembered
Like every year we celebrated the NIMH Day on 18 April remembering the day of its establishment in 2001. For this year’s celebration, hundreds of present and past doctors, nurses and employees of the institute gathered in the NIMH premises. The institute which began with only a handful of employees now employs more than 300 personnel to deliver outpatient, inpatient and emergency medical services for child and adult mental disorders. As the largest teaching psychiatric hospital of the country, NIMH also trains the next generation of leaders in psychiatry, psychology and medicine while maintains a focus on research activities and mental health policy formation.
For celebrating the day, a program was arranged in the NIMH auditorium. The Director, Prof. Dr. Bidhan Ranjan Roy Podder presided the program. Past and present employees recalled the history of the day, their memories with the institute and became nostalgic. The program ended with prayers for the departed souls and Iftar.
Inauguration of NIMH outpatient service in Korail of Dhaka city
National Institute of Mental Health, Dhaka has launched a new initiative to provide mental health services to the deprived people of the city. Under the initiative extended outpatient service was launched in the Korail slum of Dhaka city on 10 August, 2022. A team of mental health professionals under the Community and Social Psychiatry Department provided diagnostic and management services along with awareness raising campaign in the area. Professor Dr. Bidhan Ranjan Roy Podder, Director of NIMH officially announced the inauguration of the program. The program was arranged while observing the free service week activities of National Mourning Day. DSK was the partner in this service extension.
In the program, along with the Director of NIMH, Associate Professor Dr. Mohammad Tariqul Alam, Associate Professor Dr. Farzana Rahman and CEO of DSK, Dr. Dibalok Singha were present. NIMH Registrar Dr. Mahbub Hasan, Nurse Happy, Brother Bahlul and Pharmacist Arif were also present.
It is to be mentioned that, this extended outpatient service initiative of NIMH will be continued regularly under the supervision of the Community and Social Psychiatry department.
National Mourning Day observed at NIMH
The National Institute of Mental Health observed National Mourning Day marking the 47th death anniversary of Bangladesh’s founding president, Sheikh Mujibur Rahman. On the occasion, a discussion was organized and a special dua was held on the institute conference hall on 15 August.
Dr. Avra Das Bhowmik, Dr. Tariqul Alam, Dr. Farzana Rahman, Jamal Hossain gave speeches and recalled the tragic day. Other faculty members, doctors, nurses and hospital employees were present on the occasion. Previously, to commemorate the National Mourning Day, NIMH had initiated month long programs in remembrance of the day. To pay tribute, all staffs wore black badges over the week, weeklong special treatment services were provided for indoor and outdoor patients, free service was provided on 15 August and hospital service was extended at Korail slum areas.
The programme ended with prayers for Sheikh Mujibur Rahman, his family members and the wellbeing of Bangladesh.
Memorandum of Understanding Signing Ceremony (MoU) between NIMH and NIB
The Memorandum of Understanding Signing Ceremony (MoU) between National Institute of Mental Health (NIMH) and National Institute of Biotechnology (NIB) was held on July 27, 2022 at NIMH, Dhaka. The NIMH Director, Prof. Dr. Bidhan Ranjan Roy Podder signed the MOU on behalf of the institute. Senior faculty members were also present at that time.
The unitedly agreed efforts are spearheaded towards establishing and maintain scientific research and development activities between two institutes. This collaboration will improve research and understanding on psychiatric genetics and genomics.
Under the agreement both institutes will jointly work in areas like
- Collaborative research project
- Exchange of scientific information and publications
- Exchange of online database and journal facilities
- Joint organization of scientific seminar, symposia, etc.
- Joint supervision of training programs
- Use of laboratory services and clinical facilities
- Joint participation in international collaborative research, etc.
NURSES' DAY CELEBRATION AT NIMH
12 May, International Nurses’ Day has been observed internationally as well as across the whole country. Every year this day, the birth day of the Florence Nightingale is being celebrated as the NURSES’ DAY all Over the world. On the occasion of the 202th birthday of Florence Nightingale, the theme was…
NURSES : A VOICE TO LEAD — INVEST IN NURSING AND RESPECT THE RIGHTS TO SECURE GLOBAL HEALTH.
The NURSES’ DAY has been celebrated at the premises of National Institute of Mental Health through a grand rally, cake cutting, discussion and entertaining cultural programmes with the cordial participation of all the Nurses, Doctors, officers and other staff of NIMH. As the chief guest of the program, respected director of the Hospital, Prof. Dr. Bidhan Ranjan Ray Podder brings up the contributions of the Nurses during the pandemic of Dengue and Corona. He also forecast the professional growth and prosperity of the nurses for the ultimate welfare of the health sector of Bangladesh.
Training Program For Doctors And Nurses On Mental Health
National Institute of Mental Health (NIMH), Dhaka has successfully conducted a nationwide training program for doctors and nurses on mental health. The program was implemented in cooperation with Non-Communicable Disease Control (NCDC) wing of Directorate General of Health Services (DGHS), Bangladesh. Under the training program more than a thousand doctors and nurses from Upazila Health Complexes received training on mental health conditions, neurodevelopmental disorders, psychological fast aid (PFA) and mhGAP. Before that, the Director of NIMH, Professor Dr. Bidhan Ranjan Roy Podder inaugurated the program on 22 February, 2022. The training program ended on 10 April, 2022.
World Occupational Therapy Day celebrated
World Occupational Therapy Day was observed in National Institute of Mental Health (NIMH) on October 27. This year’s central theme of the day was “Belong. Be you.”, promotes the power of diversity and inclusion as we work together to build community and resilience. To celebrate this day a discussion program was arranged in the central auditorium of NIMH. The Director of NIMH, Prof. Dr. Bidhan Ranjan Roy Podder chaired the program and emphasized on the increasing importance of occupational therapy in psychiatry.
Occupational therapy is a client centered health profession concerned with promoting health and wellbeing through occupation. The primary goal of occupational therapy is to enable people to participate in the activities of everyday life. Occupational therapists work with all age groups and in a wide range of psychiatric and physical disorders. In NIMH, a significant number of therapists receive training and they help in assessing patients and planning interventions directed at modifying their lifestyles and environment. Occupational therapy is employed in number of mental disorders like – autism, intellectual disability, dementia, schizophrenia, cerebral palsy, etc.
Dissemination program on suicide survey
A dissemination program on suicide survey report, conducted in youths and adolescents aged between 10 and 24 years was held in National Institute of Mental Health (NIMH) on 11th September 2021. The survey was conducted during the periods of 2018 and 2019.
It was reported that 4.7% of adolescent and youth population of Bangladesh had suicidal thought in the last month before interview and 1.5% had suicidal plans and attempted suicide at least once in their life. Females and urban people reported more suicidal behavior than their counterparts. The mean age of first attempted suicide was 17 years and nearly half of the respondents with suicidal behavior had someone in the household who also displayed suicidal behavior.
Dr. Helal Uddin Ahmed, Associate Professor of Child, Adolescent and Family Psychiatry of NIMH, who was also the principal investigator of this survey, said suicide is one of the leading causes of death among adolescents and youths and timely intervention can prevent these unexpected deaths.
Prof. Dr. Robed Amin, Line Director of NCDC wing of DGHS described suicide as an important public health issue. The Director of NIMH, Prof. Dr. Bidhan Ranjan Roy Podder said India sees the highest suicidal tendency in South Asia. In Bangladesh suicide cases are rising too, especially against the backdrop of the pandemic. The program ended by emphasizing the need for strong mental health service delivery system, mental health professional development and greater incorporation of Psychiatry in the MBBS curriculum.
Mental Health in an Unequal World – World Mental Health Day 2021
National Institute of Mental Health (NIMH) hasobserved the World Mental Health Day 2021 on 10th October, 2021. For this important occasion NIMH has arranged several public awareness programs throughout the month of October. The theme announced by WFMH for this year’s Mental Health Day is “Mental Health in an Unequal World.” On October 11, a discussion meeting was arranged in NIMH about this important occasion and dignitaries like Prof. Dr. Abul Bashar Mohammed Khurshid Alam, DG of DGHS; Prof. Dr. Mohammad Robed Amin, Line Director, NCDC and Prof. Dr. Bidhan Ranjan Roy Podder, Director, NIMH along with others participated in thisprogram.
The year 2021 has focused our attention to inequalities due to pandemic, race, ethnicity, income, gender identity, war and the lack of respect for human rights in many countries. About 90% of the Bangladeshi people are unable to access mental health services at all; lack of investment in mental health disproportionate to the overall health budget contributes to the mental health treatment gap. Deficiency in the quality of care, stigma and discrimination experienced by people with mental illnesses affect persons’ physical and mental health and also affect their educational opportunities, current and future earning and job prospects. Such inequalities have an impact on people’s overall quality of life.
We would like to stress that Mental Health Day isn’t a one-day event. We believe its effect will linger all-round the year and has a lasting effect on policy makers, service providers and most importantly people with mental illnesses.
National Mourning Day observed in NIMH
The Bengali nation had observed the National Mourning Day on 15 August 2021, marking the 46th martyrdom anniversary of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman. The Father of the Nation and most of his family members were brutally killed by some disgruntled army men on the fateful night of August 15, 1975 and this carnage is considered as the ugliest chapter of the nation’s history. Like previous years, the government, different political and socio-cultural organizations, educational institutions and professional groups arranged elaborate programs to pay the utmost respect to the greatest son of the soil on the day of his martyrdom, but this year all programs were held by maintaining the social distancing in wake of the global pandemic coronavirus.
To mark the National Mourning Day, like previous years, National Institute of Mental Health, Dhaka had arranged a special discussion program in observance of the day on 28 August 2021. The program was chaired by the Director of the institute Prof Dr. Bidhan Ranjan Roy Podder and attended by all hospital employees, maintaining social distancing and health guidelines. Important discussions were held about his life, visions, works and their impact on the national identity of Bengalis. At the end of the program, special prayers were offered for the salvation of the departed soul of Bangabandhu Sheikh Mujibur Rahman, the members of his family and other martyrs assassinated on 15th August 1975. Prayers were also offered for the progress and prosperity of Bangladesh.
Vaccination drive at full speed in NIMH
After a tough battle against the coronavirus, the vaccine brought a glimpse of hope for 2021 all over the world. In Bangladesh, the COVID-19 national vaccination campaign started rolling out on 7th February 2021 following a set of criteria which prioritized the most vulnerable groups of the population. Coinciding with the date, the vaccination program took off at the National Institute of Mental Health, Dhaka on 7th February 2021. The newly developed Vaccination Centre is one among 50 sites in Dhaka city selected to vaccinate over 20 million people of the city. Now, in this month of September, NIMH is offering 1st dose of Sinopharm vaccine and 2nd dose of Moderna vaccine to already registered individuals. Till 7 September 2021, about 22.5 thousand people have received their first dose, while more than 13 thousand have been fully vaccinated from NIMH vaccination center.